দুঃখ বিলাস

আফসার চোখ ধরে সারাদিন কাতরায়,
রোদ জ্বলা দুপুরেও, আঁধারে সাতরায়।
আবতাহি নিঃস্ব, একটাই ছোট বোন,
ক্যান্সারে মা মরা, বাবাটাও হলো খুন।
নয়া বিয়ে মনিরের, সারাদিন টেনশন,
বুড়ো যেনো হয়ে গেছে, নিয়ে নিবে পেনশন।
জব্বার ছাত্র, হাড়ভাঙা খাটুনি,
অফিসে ভুল হলে, জোটে খুব বকুনী।
ইকবাল ক্ষণে ক্ষণে, কেঁদে যায় নিরবে,
নেই তার সন্তান, মরে গেলে কি রবে!
জহিরের চিন্তা, সংসারে বড় সে,
ঘরে দুই বোন তার, হিমশিম খরচে।
ফারিয়া কালো বলে হচ্ছেনা বিয়ে তার,
পরিবারে বোঝা সে, সারাক্ষণ মুখ ভার।
পায়ের উপর ঠ্যাং তুলে আমি শুধু দুঃখে রই,
এতো এতো ভালো আছি, তবু আমি সুখী নই।
সুখ থাকে হৃদয়ে, পজেটিভ ভাবনায়,
দুঃখ বিলাসে, দিন তবু কেটে যায়।

কবিতাঃ দুঃখ বিলাস
© শামীম রেজা
২৯/০৪/২০১৪

Post Comment

No comments:

Post a Comment