সরল স্বীকারোক্তি


হাসলে দেখো,
মুখ হাসে মোর, চোখ হাসে মোর, আরো হাসে দাড়ি।
এমন দাড়ি নিয়ে আমি কেমনে যাবো বাড়ি!
বড় আপা ঝাড়ি দিবে, দুলাভাই টাকা,
সেলুনে যাও! গালটা এবার করে আসো ফাঁকা।
হেসে দিবে মা জননী, খোকা বুড়ো হলো,
আব্বা জানও কইবে হেসে, সেভ করতে বলো!
চাচা ফুফু বাকা চোখে, দেখবে বারে বার,
কাজিনেরা কইবে এবার মোল্লাগিরী ছাড়!
ছোট বোনেও বলবে আবার, শেভ করিসনা ক্যান?
সকাল দুপুর সবার গলায় বাজবে ঘ্যাঙর ঘ্যাঙ।
বিয়ের কালে কনের স্বজন, কইবে ছেলে বুড়া,
মেয়ে বিয়ে দিলে হবে, জীবন উড়াধুরা।
অবশেষে প্রতিমাসে, ঠেকায় পড়ে শ্যাষ,
দাড়ি গুলো কেটে ফেলি, ব্লেড চালাই ঘ্যাঁচ!

কবিতাঃ সরল স্বীকারোক্তি
© শামীম রেজা
১২/০৫/২০১৪

Post Comment

No comments:

Post a Comment