Shamim Reja
সাভারে ভবন ধ্বসে শ্রমিক
নিহত হয়েছে! তো কি হয়েছে? এর
আগেওতো তাজরীন ফ্যাশনে আগুন লেগে মানুষ মরেছে। তারো আগে বহু আগে থেকে আগুন লেগে
শ্রমিক নিহত হয়েছে পোশাক শিল্পে। ব্যাপারসনা! কয়টা লাশ আছে গুনে রাখেন, এক লাখ করে টাকা দিয়ে দিবে
প্রধানমন্ত্রী,
কারণ স্বজন হারানোর বেদনা
তিনি বুঝেন! পত্রিকার পাতায় কিছুদিন নাকি কান্না শোনা যাবে, হয়তো জাতীয় শোক ঘোষণা করে কালো
ব্যাজ ধারণ করা হবে, তারপর
যেই সেই।
আবার শুরু হবে শ্রমিকের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়ে তোলার প্রতিযোগীতা, ক্ষমতাসীনদের খুশি করতে আমার শ্রমিক ভাইকে পাঠানো হবে শাহবাগের মোমবাতী প্রজ্বলন কর্মসূচীতে। নারী অধিকারের ফেরিওয়ালা বেহায়া নারীদের কর্মসূচী বাস্তবায়নে ভাড়ায় খাটবে আমার শ্রমিক বোনটি, হাতে ধরিয়ে দেয়া হবে বিরিয়ানী ও নগদ টাকা।
আবার সেই অনিশ্চিত জীবন, নিরন্তর ছুটে চলা আরেকটি অগ্নিকান্ড কিংবা ভবন ধ্বসের অপেক্ষা
আবার শুরু হবে শ্রমিকের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়ে তোলার প্রতিযোগীতা, ক্ষমতাসীনদের খুশি করতে আমার শ্রমিক ভাইকে পাঠানো হবে শাহবাগের মোমবাতী প্রজ্বলন কর্মসূচীতে। নারী অধিকারের ফেরিওয়ালা বেহায়া নারীদের কর্মসূচী বাস্তবায়নে ভাড়ায় খাটবে আমার শ্রমিক বোনটি, হাতে ধরিয়ে দেয়া হবে বিরিয়ানী ও নগদ টাকা।
আবার সেই অনিশ্চিত জীবন, নিরন্তর ছুটে চলা আরেকটি অগ্নিকান্ড কিংবা ভবন ধ্বসের অপেক্ষা
২৪এপ্রিল২০১৩
No comments:
Post a Comment