সাভার ট্রাজেডি ও কিছু অমূল্য বচন

Shamim Reja
বাংলাদেশের মানুষের মেমরি ক্ষণস্থায়ী, কিছুদিন পরেই তারা সব কিছু ভুলে যায়। সাভার ট্রাজেডিও হয়তো জনতা একদিন ভুলে যাবে, তবে যতদিন সাভার ট্রাজেডি নিয়ে আলোচনা হবে ততদিন নিম্নবর্ণীত সুবচন সমূহও জনতাকে আলোড়িত করবে!

হাসিনাঃ আমরা আগেই জানতাম এমন একটা কিছু হবে তাই সকল লোক বের করে নিয়ে এসেছি। কয়েকজন লোক মূল্যবান মালামাল আনতে গিয়ে আটকে গেছে।
মখাঃ হরতাল সমর্থকরা ভবনের কলাপসিবল গেট এবং পিলার গুলো নিয়ে ধাক্কা ধাক্কি করায় ভবনটি ভেঙে গেছে।
বদরুদ্দোজা চৌধুরীঃ সংবিধানে তত্বাবধায়ক সরকার না থাকায় এমন ঘটনা ঘটেছে।
শেখ হাসিনাঃ আমি যুবলীগের সাভার কমিটির সব কাগজপত্র দেখেছি, রানা যুবলীগের কেউনা।
যুবলীগঃ রানাকে যুবলীগ হতে বহিস্কার করা হবে।
হাসিনাঃ খালেদা জিয়া দূর্ঘটনা কবলিতদের সহানুভূতি জানাতে সাভার যাওয়ায় উদ্ধার কাজ বাধাগ্রস্থ হয়েছে।
হিজড়া সাহাঃ পাঞ্জাবী পড়া হুজুররা উদ্ধারের নামে জিনিসপত্র চুরী করতে গিয়েছে।

২৭এপ্রিল২০১৩

Post Comment

No comments:

Post a Comment