বাঙালী পরিচয় দানকারী কারও এদেশে থাকার অধিকার নেই, আপনি যদি নিজেকে বাঙালী দাবী করেন তবে আপনি ভারতে চলে যেতে পারেন।
ভারতের বিভিন্ন জাতি গোষ্ঠির বসবাস, কেউ গুজরাটি কেউ তামিল, কেউ মারাঠি, কেউ কাশ্মীরি, আবার কেউ আছে বাঙালী।
কিন্তু জাতিগত ভাবে সবাই ভারতীয় তারা নিজেদের জাতীয়তা পরিচয় দ্যায় ইন্ডিয়ান হিসেবে।
ভারতের বাংলা ভাষী জনগণ নিজেদের আঞ্চলিকতা প্রকাশ করতে বাঙালী পরিচয় দান করেন।
বাংলাদেশে একটাই জাতি, এদেশে বিভিন্ন অঞলে মানুষ বসবাস করে কেউ চট্টগ্রামের কেউ নোয়াখালির, কেউ বরিশালের, কিন্তু জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশী।
এখন কারও কাছে যদি মনে হয়, তিনি বাংলাদেশী নন তিনি বাঙালী, তবে সবিনয়ে অনুরোধ অতিদ্রুত ভারতে চলে যেতে পারেন, নয়তো এদেশের জনগণ গলাধাক্কা দিয়ে আপনাদের ভারতে চালান করে দিবে।
আমরা বাঙালী নই বাংলাদেশী। আসুন বাঙালী নয় মুসলমান হওয়ার জন্য প্রতিযোগীতা করি।
বাংলাদেশে একটাই জাতি, এদেশে বিভিন্ন অঞলে মানুষ বসবাস করে কেউ চট্টগ্রামের কেউ নোয়াখালির, কেউ বরিশালের, কিন্তু জাতীয় পরিচয়ে আমরা সবাই বাংলাদেশী। এখন কারও কাছে যদি মনে হয়, তিনি বাংলাদেশী নন তিনি বাঙালী, তবে সবিনয়ে অনুরোধ অতিদ্রুত ভারতে চলে যেতে পারেন, নয়তো এদেশের জনগণ গলাধাক্কা দিয়ে আপনাদের ভারতে চালান করে দিবে।
আমরা বাঙালী নই বাংলাদেশী। আসুন বাঙালী নয় মুসলমান হওয়ার জন্য প্রতিযোগীতা করি।
১৪এপ্রিল২০১৩
No comments:
Post a Comment