নির্বাচনে মতিঝিল স্টাইল



সরকারের তৎপরতা দেখে যেটা বোঝাযাচ্ছে আগামী নির্বাচনটাও মতিঝিল স্টাইলেই হবে। আন্দোলন মিটিং মিছিল এগুলোকে সরকার পরোয়া করবেনা
, স্লোগানের জবাব বুলেটের মাধ্যমেই আসবে।
নিরস্ত্র হেফাজত কর্মীদের উপর বিজিবি, পুলিশ এবং ভারতীয় বাহিনীকে দিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে সরকার ভয়াবহ একটা সংকেত পৌছে দিলো, সেটা হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সরকার প্রয়োজনে ভারতীয় বাহিনী এদেশে ঢুকাবে, যে ইস্যুতেই হোক, সেটা তারা করবেইনির্বাচন পরবর্তী সময়ে গোটাদেশে সম্ভব না হলেও তারা প্রয়োজনে দেশের ক্ষুদ্র একটা অংশ নিয়ে ভারতের সমর্থন নিয়ে মুজিব নগর সরকার টাইপ একটা সরকার পরিচালিত করবে।
মিটিং-মিছিল, হরতাল-ভাঙচুর দিয়ে এই সরকারের টনক নরবেনা, জনগণের সম্পদ কিংবা সরকারী সম্পদ ধবংশ প্রাপ্ত হলেও সরকারের কিছু যায় আসেনা।
এখন বিকল্প একটাই, কেন্দ্রীয় নেত্রীবৃন্দকে ভেবে দেখতে হবে, বাকশালের পরিণতি যেনো বাকশালীদের জনকের মতই হয়। ভিন্নপথে চিন্তা করার সুযোগ বহু আগেই ফুরিয়ে গেছে।
৬মে২০১৩



Post Comment

No comments:

Post a Comment