শাহবাগে বিরাণী আন্দোলন ও বঞ্চিত শ্রমিক!

Shamim Reja

রিক্সা থেকে নেমেই ১৫টাকা বাড়িয়ে দিলো রিক্সা ওয়ালার হাতে, রিক্সা ওয়ালা একহাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো, স্যার ভাড়াতো ৫০টাকা।
আব্বে হালায় ট্যাকা কি গাছে ধরে? এক থাপ্পর মাইরা দাত সবগুলো ফালাইয়া দিমু, এইডা শাহবাগ! তোরে ভাড়া দিছি এইডাই বেশি, ট্যাকা নিলে নে, নাইলে ফুট!
রিক্সা ওয়ালা রাগে গজ গজ করতে করতে টাকা ফেরৎ দিয়ে বললো, নেন আপনার টাকা, আপনারে ভিক্ষা দিলাম, জানের ছদকা দিয়া দিলাম! বলেই রিক্সা ঘুরিয়ে জোড়ে জোড়ে প্যাডেল মেরে চলে গেলো।

পরের দিন ওই শাহবাগীর ফেসবুক স্টাটাস।
আশ্চর্য ঘটনা ঘটে গেলো, গতকাল এক রিক্সায় করে শাহবাগ গেলাম। রিক্সা ওয়ালাকে ১৫টাকা ভাড়া দিতেই তিনি ফিরিয়ে দিলেন, তিনি শাহবাগীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেননা! যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে আজ শ্রমিকরাও একাত্মতা ঘোষণা করেছে। আজ প্রমাণ হয়ে গেলো, শাহবাগের আন্দোলন জনতার, শাহবাগের আন্দোলন শ্রমিকের, খেঁটে খাওয়া মানুষের। স্যালুট হে রিক্সাচালক! জয় বাংলা

১মে২০১৩

Post Comment

No comments:

Post a Comment