ব্যস্ত কাব্য


ব্যস্ত আমি, ব্যস্ত ভীষণ, ব্যস্ত সীমাহীন,
ব্যস্ত বলে কাজ না করে ঝিমাই সারাদিন।
কাজের চাপে ঘুম হবেনা, হচ্ছে বড় ভয়,
তাইতো ঘুমাই সকাল দুপুর, হচ্ছে ঘুমের জয়।
কাজযে অনেক তাইতো ভেবে, নামাজ করি সর্ট,
সিজদা এবং রুকু গুলো ফট ফটা ফট, ফট।
কোন কাজে মন বসেনা ব্যস্ত আমি তাই,
ব্যস্ত বলে যাইনা কাজে, কাজের সময় নাই।
ব্যস্ততাতে যায়না খাওয়া, স্বাস্থ্য হবে শেষ,
তাইতো খেলাম দিনে রাতে, খাচ্ছি আহা বেশ!
দেখ, আমি ব্যস্ত বলে পড়ছিনাকো বই,
ব্যস্ত বলে হচ্ছেনা কাজ, অলস আমি নই।

কবিতাঃ ব্যস্ত কাব্য
© শামীম রেজা
১৯/০৭/২০১৪

Post Comment

No comments:

Post a Comment