এক ডুব, দুই ডুব,
কথা নাই চুপ চুপ।
আহ, কি শান্তি,
ঘুচে যায় ক্লান্তি।
শান বাঁধা পুকুরে,
রোদ জ্বলা দুপুরে,
পার হই সাতরে,
ভয় নেই রাত্রে
ওঠে যদি জ্বর!
মনে বলে ডুবে মর!
ডুবে মর, ডুবে মর!
উল্লাস, হৈ চৈ,
জল হেথা থৈ থৈ,
ডান কাত, বাম কাত,
সোজা সুজি ছুড়ে হাত,
দেই ঝাপ একদম,
জল হেথা নয় কম,
আহ, কি শান্তি,
ঘুচে যায় ক্লান্তি।
নিজ বাড়ি পুকুরে,
রোদ জ্বলা দুপুরে।
কবিতাঃ সাঁতার
© শামীম রেজা
০৬/০৮/২০১৪
কথা নাই চুপ চুপ।
আহ, কি শান্তি,
ঘুচে যায় ক্লান্তি।
শান বাঁধা পুকুরে,
রোদ জ্বলা দুপুরে,
পার হই সাতরে,
ভয় নেই রাত্রে
ওঠে যদি জ্বর!
মনে বলে ডুবে মর!
ডুবে মর, ডুবে মর!
উল্লাস, হৈ চৈ,
জল হেথা থৈ থৈ,
ডান কাত, বাম কাত,
সোজা সুজি ছুড়ে হাত,
দেই ঝাপ একদম,
জল হেথা নয় কম,
আহ, কি শান্তি,
ঘুচে যায় ক্লান্তি।
নিজ বাড়ি পুকুরে,
রোদ জ্বলা দুপুরে।
কবিতাঃ সাঁতার
© শামীম রেজা
০৬/০৮/২০১৪
No comments:
Post a Comment