গোল গোল শোরগোল,
চারিদিকে ওঠে রোল।
প্রিয় দল মারে কিক,
গোল হবে ঠিক ঠিক।
বাজি হয়, রাজি হয়,
জুয়া খেলে নির্ভয়।
ওই দিকে ওঠে রব,
মুসলিম মরে সব।
সিরিয়া, ইরাকে,
লাশ ভাসে ফোরাতে।
কাশ্মীর লড়ে বীর,
আফগান উচু শীর।
উইঘুর মরে লাশ,
বার্মায় দেয় ফাঁস।
বন্দীনি কাঁদে বোন,
কান পেতে শোন শোন।
ধুর ছাই! টাইম নাই,
আফিয়ার ভাই নাই!
টুইটার ফেসবুক,
মুসলিম উজবুক।
পোস্ট দেয় দিন ভর,
ভাঙে কই কার ঘর।
নট নটী ফলোয়ার,
মুসলিম জানোয়ার।
কবিতাঃ পথভ্রস্ট মুসলিম
© শামীম রেজা
২৮/০৬/২০১৪
চারিদিকে ওঠে রোল।
প্রিয় দল মারে কিক,
গোল হবে ঠিক ঠিক।
বাজি হয়, রাজি হয়,
জুয়া খেলে নির্ভয়।
ওই দিকে ওঠে রব,
মুসলিম মরে সব।
সিরিয়া, ইরাকে,
লাশ ভাসে ফোরাতে।
কাশ্মীর লড়ে বীর,
আফগান উচু শীর।
উইঘুর মরে লাশ,
বার্মায় দেয় ফাঁস।
বন্দীনি কাঁদে বোন,
কান পেতে শোন শোন।
ধুর ছাই! টাইম নাই,
আফিয়ার ভাই নাই!
টুইটার ফেসবুক,
মুসলিম উজবুক।
পোস্ট দেয় দিন ভর,
ভাঙে কই কার ঘর।
নট নটী ফলোয়ার,
মুসলিম জানোয়ার।
কবিতাঃ পথভ্রস্ট মুসলিম
© শামীম রেজা
২৮/০৬/২০১৪
No comments:
Post a Comment