আমাদের এখানে, বুনো ছায়া কুটিরে,
এখানেই সুখ আছে, গলা ভরা গান।
বুক ভরা নিঃশ্বাসে সুধা অফুরাণ।
এখানে পুকুর পাড়ে, রোজ ওঠে চাঁদ,
দুধ সাদা জ্যোৎস্নায় হাসি মাখা রাত।
জোঁনাকির ঝিকি মিকি, তারাদের আলো,
সুবাসিত বুনো ফুলে মন হয় ভালো।
এখানে শ্যামল ছায়া, পূবালী বায়,
পাল তুলে মাঝিরা দাড় বেয়ে যায়।
কুয়াশা কাটা ভোর, মিস্টি আলোয়,
কোরআনের সুরে ভাসে এই লোকালয়।
আয় সখা এখানে আমাদের গাঁয়,
পাখিদের কুহুতান, লতাদের ছায়।
এখানেই সুখ আছে, আছে পরিবার,
আত্মার বন্ধন দেখবি আবার।
কবিতাঃ আমাদের কুটিরে
© শামীম রেজা
০৮/০৯/২০১৪
এখানেই সুখ আছে, গলা ভরা গান।
বুক ভরা নিঃশ্বাসে সুধা অফুরাণ।
এখানে পুকুর পাড়ে, রোজ ওঠে চাঁদ,
দুধ সাদা জ্যোৎস্নায় হাসি মাখা রাত।
জোঁনাকির ঝিকি মিকি, তারাদের আলো,
সুবাসিত বুনো ফুলে মন হয় ভালো।
এখানে শ্যামল ছায়া, পূবালী বায়,
পাল তুলে মাঝিরা দাড় বেয়ে যায়।
কুয়াশা কাটা ভোর, মিস্টি আলোয়,
কোরআনের সুরে ভাসে এই লোকালয়।
আয় সখা এখানে আমাদের গাঁয়,
পাখিদের কুহুতান, লতাদের ছায়।
এখানেই সুখ আছে, আছে পরিবার,
আত্মার বন্ধন দেখবি আবার।
কবিতাঃ আমাদের কুটিরে
© শামীম রেজা
০৮/০৯/২০১৪
No comments:
Post a Comment