রাত্রি গুলো নীরব আমার, ভীষণ রকম চুপ,
রাত্রি মানে বিভীষিকা, বিষন্নতায় ডুব।
উচ্ছাসিত কাব্যগুলো আজ রয়েছে বেশ,
কেউ জানেনা, কেউ বোঝেনা, সব হয়েছে শেষ।
হাহাকারের মন্ত্র বলে, শিশির ভেজা মন,
ও দয়াময় আর পারিনা! ভাঙছি অনুক্ষণ!
ক্ষণিক মোহে পথ ভুলেছি, এইতো আমার পাপ,
পথের ভুলে বন্দী হলাম, তোমার অভিশাপ।
মুক্ত করো, দাও মুছে দাও, অশ্রু ঝড়া আঁখি,
হই যেনোগো মাবুদ তোমার জান্নাতের ওই পাখি।
কবিতাঃ অনুতাপ
© শামীম রেজা
০৪/০৯/২০১৪
রাত্রি মানে বিভীষিকা, বিষন্নতায় ডুব।
উচ্ছাসিত কাব্যগুলো আজ রয়েছে বেশ,
কেউ জানেনা, কেউ বোঝেনা, সব হয়েছে শেষ।
হাহাকারের মন্ত্র বলে, শিশির ভেজা মন,
ও দয়াময় আর পারিনা! ভাঙছি অনুক্ষণ!
ক্ষণিক মোহে পথ ভুলেছি, এইতো আমার পাপ,
পথের ভুলে বন্দী হলাম, তোমার অভিশাপ।
মুক্ত করো, দাও মুছে দাও, অশ্রু ঝড়া আঁখি,
হই যেনোগো মাবুদ তোমার জান্নাতের ওই পাখি।
কবিতাঃ অনুতাপ
© শামীম রেজা
০৪/০৯/২০১৪
No comments:
Post a Comment