প্রিয় বন্ধু

বন্ধু জানোনাতো তুমি,
পেয়েছো কি হীরের খনি!
যে রতনের যতনে লাগে,
হাজার দিবস রাত,
তুমি তা লুফে নিলে,
একটু বাড়িয়ে হাত।
প্রস্থানে যার ম্লান হয়ে যায়,
আগ্রা, বাগদাদ আর ইস্তাম্বুলের শওকত।
তুমিতা নিমিষেই পেলে,
একটু বাড়িয়ে হাত।
ভাঙা বেড়ায় যে জন দেখে,
ভরা জ্যোৎস্নার আলো,
সেইতো জানে চাঁদের কদর,
বিষাদ কতটা কালো।
যে উচ্ছাসে সুরভীত হয়,
লক্ষ বাগের ফুল।
অবহেলাতে পায়ে ঠেলে কভু,
বন্ধু করোনা ভুল।
বন্ধু জানোনাতো তুমি,
পেয়েছো কি হীরের খনি!
যে প্রাণ সাধণায় রত,
হেরার জ্যোতি প্রিয়।
যে হীরে দ্যুতি ছড়ায়,
বিভোর প্রকৃতিও।
তুমি তার যত্ন নিও, যত্ন নিও।

কবিতাঃ প্রিয় বন্ধু
© শামীম রেজা
১০/০৯/২০১৪

Post Comment

No comments:

Post a Comment