বুনিয়ানুম মারসুস।

আয় করি মারামারি,
দ্বীন নিয়ে কাড়া কাড়ি।
আমি সহি তুই ভুল,
সইবোনা এক চুল।
ফেলে দিবো গর্দান,
জিজিয়া কর দান।
মুসলিম নস তুই,
তাগুদের ভাই তুই!
খারেজি, রাফেজি,
ভাব খান হাফেজি।
শিয়া তুই! ওহাবি!
তুই বুঝি মাঝহাবি?
সালাফি, মাদখালি,
ঝগড়ায় হবে গালি।
তাকফীরি তোর পীর,
ভন্ডের বেশ ভীর।
আছে হাত, মুখে কি!
রাগ সব চোখে কি?
আয় করি মারামারি,
দ্বীন নিয়ে কাড়া কাড়ি।

কবিতাঃ বুনিয়ানুম মারসুস।
© শামীম রেজা
০১/০৭/২০১৪

Post Comment

No comments:

Post a Comment