বউ যায় বাজারে

বউ যাবে বাজারে,
আহা কি সাজারে!
আইব্রু, উপটান,
সারা মুখে চুনকাম।
উঁচু করে খোঁপাটা,
রাঙা করে চোপাটা।
আজ যেনো বিয়ে তাঁর,
পড়ে নেয় মনিহার।
পেট খোলা শাড়িতে,
জামাইয়ের গাড়িতে,
চলে যায় বাজারে,
কি মজা আহারে!
ইলিশ আর ট্যাংড়া
মাছ বেঁচে চ্যাংড়া,
চোখ দিয়ে গিলে খায়,
কুলিগুলি হেসে যায়।
বউ যায় বাজারে,
আহা কি সাজারে!

কবিতাঃ বউ যায় বাজারে
© শামীম রেজা
৩০/০৭/২০১৪

Post Comment

No comments:

Post a Comment